ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি,নামও আমার দেওয়া, ভোটের পর দেখে নেব: মমতা

0
79

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ মার্চঃ লোকসভা নির্বাচনে আবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়াকে প্রার্থী করেছে দল। তাঁর সেই কেন্দ্র থেকেই রবিবার ভোটের প্রচার শুরু করছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে তাঁর সভা শুরু হতে চলেছে। এর আগে কৃষ্ণনগরে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও তখনও তৃণমূল, বিজেপি কেউই আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা করেনি। এখন কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল, বিজেপি উভয়েরই প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপির টিকিটে সেখানে ভোটে দাঁড়াচ্ছেন কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। তৃনমূলের মহুয়া মৈত্র।

রবিবার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সমর্থনে প্রচারে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই সিপিএম-কংগ্রেস-বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেছেন, “অল ইন্ডিয়ায় ইন্ডিয়ার জোট আমি তৈরি করেছি। নামও আমার দেওয়া। ভোটের পর আমি দেখে নেব।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, “কিন্তু বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম-কে ভোট দেওয়া মানে বিজেপি-কে ভোট দেওয়া। আরও একটা লেজুর মুসলিম পার্টি হয়েছে। সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।”

তৃণমূল সুপ্রিমো এদিন স্পষ্ট জানান, কেন তৃণমূলকে ভোট দেওয়া উচিত। আর বিরোধীদের কেন নয়। তিনি বলেন, “আমরা একলা লড়ছি। আমি শুনেছি সিপিএম কংগ্রেস ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে বলেছে। আর এখানে তো জোটই হয়নি। এখানে ঘোট হয়েছে।”

এরপর তিনি নিজেই বলেন, “তৃণমূলকে ভোট কেন দেবেন? লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। সারা জীবন পাবেন। ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ হলেও টাকা পাবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here