কীর্তি আজাদের সামনে তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ, মাথায় হাত দিয়ে বসে পড়লেন তৃণমূল প্রার্থী

0
116

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ মার্চঃ কীর্তি আজাদের মিছিল চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গোলমালের জেরে মাঝপথেই থমকে গেল মিছিল। প্রার্থী কীর্তিকে আশ্রয় নিতে হল মন্দিরে। ঘটনায় চাপা উত্তেজনা দুর্গাপুরের আমরাইতে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপুর থানার পুলিশ।

জানা গেছে, রবিবার সকালে পুরনিরগমের ১২ নম্বর ওয়ার্ডে পূর্বনির্ধারিত প্রচার কর্মসূচি ছিল কীর্তি আজাদের। প্রার্থী সেখানে পৌঁছতেই কে তাঁকে প্রথম স্বাগত জানাবে তা নিয়ে আইএনটিটিইউসি-র ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। হাতাহাতি থেকে মারামারি শুরু হয়ে যায় ২ দলের মধ্যে। এর মাঝে পড়ে প্রাণ বাঁচাতে পাশেই শঙ্করানন্দ আনন্দ আশ্রম মন্দিরে ঢুকে পড়েন কীর্তি আজাদ। সেখানে সাময়িক অসুস্থতা বোধ করেন তিনি। জল খেয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার পর মন্দিরের কীর্তনের সঙ্গে হাত তালি দিতে দেখা যায় তাঁকে। প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি শান্ত হলে ফের প্রচারে বেরোন তিনি।

ওই ঘটনার পরে কীর্তি আজাদ বলেন, ‘‘কোথাও কোনও গোলমাল হয়নি। আসলে সবাই নিজের মতো করে আমাকে শুভেচ্ছা জানাতে চান। এখানে লড়াই, ঝগড়া, ঝঞ্ঝাটের কোনও ব্যাপারই নেই, আছে শুধু অতি উৎসাহ আর প্রেম। দিদির জন্য মনে যে সম্মান আছে কর্মীদের, তা-ই দেখলাম অবাক হয়ে।’’

বর্ধমান–দুর্গাপুর কেন্দ্রে এবার ভারতীয় বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী হয়েই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। বিহারের বাসিন্দা কীর্তি আজাদকে বহিরাগত বলে সরব হয়েছে বিজেপি। ওই কেন্দ্রে তারা প্রার্থী করেছে দলের প্রাক্তন জেলা সভাপতি দিলীপ ঘোষকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here