খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চঃ সচারচর চুরির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় পিঞ্জারির ঝার এলাকার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
জানা যায়, প্রতিদিনের মতো দোকানের মালিক মহেন্দ্র বর্মন গতকাল রাত্রি আনুমানিক সাড়ে নয়টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফেরে। আজ ভোর বেলা যখন দোকান খুলবে ঠিক সেই সময় নজরে আসে দোকানের তালা কেটে চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। এই ঘটনা দেখে মাথায় হাত পড়ে যায় মহেন্দ্রর। খবর জানাজানি হতেই মানুষের জটলা বাড়তে শুরু করে দোকানের সামনে। খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ।
এই বিষয়ে দোকানের মালিক মহেন্দ্র বর্মনের স্ত্রী জানায়,গতকাল রাত্রি সাড়ে নয়টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফিরি। আজ ভোরবেলা দোকান খুলবো ঠিক সেই সময় নজরে আসে দোকানের তালা কাটা। তা দেখে প্রথমে হতচকিত হয়ে পড়ে মহেন্দ্র।
জানা যায়, দোকানে রাখা ফ্রিজ, দোকানের আসবাবপত্র সহ আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি। এই বিষয়ে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন মহেন্দ্র।
এ বিষয়ে শীতলকুচি থানার ওসি এন্থনি হোরো জানান, একটি চুরির অভিযোগ জমা পড়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।