প্রাচীন ছাগল বলি প্রথা নিষিদ্ধ করা হলো বীরভূমের তাঁতিপাড়ায়

0
15

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চঃ ৩০০ বছরের প্রাচীন ছাগল বলি প্রথা নিষিদ্ধ করা হলো বীরভূমের তাঁতিপাড়ায়। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া জেলার বৃহত্তম গ্রামগুলির মধ্যে অন্যতম। এই তাঁতিপাড়া গ্রামে প্রায়ই দশ হাজার মানুষের বসবাস। তাঁতিপাড়ায় বারো মাসে তেরো পার্বণ হলেও এক রাত্রি ব্যাপি রক্ষা কালীপুজো মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে মিলন মেলা রূপ দেয়।

জানা গেছে, তাঁতিপাড়ার এই রক্ষা কালীপুজো প্রায় ৩০০ বছরের প্রাচীন। ৩০০ বছর ধরে চলে আসা রক্ষা কালী পূজোয় ভক্তদের মানত বা মানসিক করা ছাগবলি এবছর থেকে নিষিদ্ধ করা হলো এবং ভক্তদের উদ্দেশ্যে জানানো হলো ছাগ মানত বা মানসিক না করার জন্য। তবে ৩০০ বছরের এই প্রাচীন ছাগবলি প্রথা বন্ধ হওয়ায় খুশি এলাকার মানুষ। এবছর রক্ষা কালী পূজা অনুষ্ঠিত হবে বাংলা ২৩ শে চৈত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here