১৭০০ কোটির আয়কর নোটিস! লোকসভার মুখে চাপে কংগ্রেস

0
27

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চ, নয়াদিল্লিঃ দেশে লোকসভা নির্বাচন শুরুর আগেই ১৭০০ কোটি টাকার আয়কর নোটিস গেল কংগ্রেসের কাছে। কেন্দ্রীয় সংস্থাটির একটি সূত্র জানাচ্ছে, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত আয়কর সংক্রান্ত রিটার্ন পর্যালোচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এরপরেই কংগ্রেসকে ১৭০০ কোটি টাকার নোটিস দিল আয়কর বিভাগ।

আয়কর বিভাগ জানিয়েছে, পর পর কয়েকটি অর্থবর্ষে ইলেক্টোরাল বন্ড বা অন্য খাত থেকে যে আয় হয়েছে কংগ্রেসের তাতে কর ফাঁকি দেওয়া হয়েছে। সেই করের টাকাই চাওয়া হয়েছে। সেই সঙ্গে জরিমানাও ধার্য করা হয়েছে। জরিমানা এবং সুদ–সহ কংগ্রেসকে দিতে হবে ১৭০০ কোটি টাকা।

প্রসঙ্গত, কংগ্রেসের বিরুদ্ধে তদন্ত করছে আয়কর বিভাগ। প্রায় দশ বছরের পুরনো ফাইল টেনে এনে কংগ্রেসকে সম্প্রতি নোটিস ধরিয়েছিল আয়কর দফতর। বকেয়া কর হিসাবে কংগ্রেসকে ১০৫ কোটি টাকা দেওয়ার নোটিস দিয়েছিল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে রিঅ্যাসেসমেন্ট দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিল সাবেক জাতীয় দল।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেসকে এবার ১৭০০ কোটি টাকা করের নোটিস ধরাল আয়কর দফতর। এই আদেশ স্থগিত করার জন্য আপিল ট্রাইব্যুনালে নতুন করে কংগ্রেস আবেদন করে কিনা সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here