নিশীথের কনভয় আটকে তল্লাশি কমিশনের, ‘বলে কয়ে করা নাটক’, দাবি কুণালের

0
75

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল, কলকাতা: মঙ্গলবার কোচবিহারের দেওয়ানহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের গাড়ি এবং কনভয়ে নির্বাচন কমিশন এবং পুলিশের তল্লাশিকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

কুণালের বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক আগে থেকেই জানতেন যে তাঁর গাড়িতে তল্লাশি চালাবে নির্বাচন কমিশন! তিনি আরও বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর তল্লাশির পর যাতে বোঝানো যায় যে নিরপেক্ষ ভাবে কাজ করা হচ্ছে, তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ।

মঙ্গলবার ভেটাগুড়ি পেরিয়ে ওয়েলকাম সংলগ্ন নাকা চেকিং-য়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনের প্রার্থী নিশীথ প্রামাণিকের কনভয় আটক করে তল্লাশি চালায় পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকেরা। যদিও তল্লাশিতে বাধা দেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

পরে পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায়। নিশীথ প্রামাণিক দাবি করেন, তল্লাশি চালানো যায় কি না, সেই গাইডলাইন আনতে হবে, তবেই তল্লাশি করতে অনুমতি দেবেন তিনি। এদিন সেখানে উপস্থিতি ছিলেন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র, ডেপুটি ম্যাজিস্ট্রেট রমাল সিং বৃদ্ধি, দিনহাটা থানার আই সি জয়দ্বীয় মোদক ও অন্যান্য নির্বাচন কমিশনের আধিকারিকরা।

তবে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এ নিয়ে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, ‘‘নির্বাচন কমিশন যদি তল্লাশি চালিয়ে থাকে, তবে নিশীথ প্রামাণিকের কাছে আগে থেকেই সেই খবর ছিল। কারণ, কমিশন তো বিজেপির শাখা সংগঠন!”

কুণালের আরও সংযোজন, “যেখানে যেখানে বিজেপির সংগঠন দুর্বল, সেখানেই বিভিন্ন শাখা সংগঠন— সিবিআই, এনআইএ, নির্বাচন কমিশন নেমে যায়। অভিষেকের কপ্টারে আয়কর হানায় কিছু পাওয়া যায়নি। এ নিয়ে সমালোচনা হয়েছে। এখন কমিশন আগে থেকে নিশীথকে বলেছে, গাড়িতে এমন কিছু রাখবেন না… আমরা আজ একটা নাটক করব।’’ কুণালের সংযোজন, ‘‘বলেকয়ে একটা নাটক করা হয়েছে ওখানে।’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here