ব্যর্থ নারাইনের শতরান, রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিলেন বাটলার

0
48

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল, কলকাতা: ইডেনে ২২৩ রান করেও জিততে পারল না কেকেআর। শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল রাজস্থান। অসম্ভবকেই সম্ভব করলেন জস বাটলার। সুনীল নারিনের সেঞ্চুরির জবাব তিনি দিলেন সেঞ্চুরিতেই। নারিনের অনবদ্য ইনিংসের পালটা, জস বাটলারের ব্যাটে ৬০ বলে ১০৭ রান।

২ উইকেটের এই হারে নাইটদের হাতছাড়া হয়ে গেল লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগ। পয়েন্ট তালিকার শীর্ষস্হান ধরে রাখল রাজস্থান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এই ম্যাচে রান পাননি ফিল সল্ট। ১০ রানে ফেরেন তিনি।

সল্ট রান না পেলেও আর এক ওপেনার নারাইন এই ম্যাচ শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। তিন নম্বরে নামা অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ৮৫ রান যোগ করেন তাঁরা। ১৮ বলে ৩০ রান করে আউট হন রঘুবংশী। রান পাননি কেকেআর অধিনায়ক শ্রেয়স। ১১ রান করে আউট হন তিনি।

রাসেল করেন ১৩ রান। মাত্র ৪৯ বলে শতরান করলেন নারাইন। ১৩টি চার ও ৬টি ছক্কা মারলেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ বলে ১০৯ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন তিনি। শেষ দিকে কেকেআরের রানকে টেনে নিয়ে গেলেন রিঙ্কু সিংহ। ৯ বলে ২০ রান করেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করে কেকেআর।

রান তাড়া করতে নেমে ৯ বলে ১৯ রান করে বৈভব অরোরার বলে আউট হন যশস্বী জয়সওয়াল। ১২ রান করে হর্ষিত রানার বলে ফেরেন অধিনায়ক সঞ্জু। তবে রানের গতি কমতে দিলেন না বাটলার, রিয়ান পরাগরা। পরাগ ১৪ বলে ৩৪ রানের দারুণ ইনিংস খেললেন। মাঝের দিকে কেকেআরের দুই স্পিনার দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে চাপ বাড়িয়ে দিয়েছিলেন।

কিন্তু তারপরই শুরু হয়ে গেল বাটলার শো। ইনিংসের শেষ চার ওভারে কার্যত একার হাতে নাইটদের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে গেলেন বাটলার। শেষ তিন ওভারে রাজস্থানের জিততে দরকার ছিল ৪৬ রান। বাটলারের উপরেই সব নির্ভর করছিল। শেষমেশ ৬০ বলে অপরাজিত ১০৭ রান করে ম্যাচ বার করলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here