রাত পোহালেই শুরু ভোট যজ্ঞ, প্রথম দফায় নির্বাচন ১০২টি আসনে

0
56

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল, নয়াদিল্লি: রাত পোহালেই দেশজুড়ে প্রথম দফার নির্বাচন। দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। সাত দফার মধ্যে প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র।

২০১৯ সালে উত্তরবঙ্গের ওই তিন কেন্দ্র-সহ এর মধ্যে মোট ৪৫টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। প্রথম দফায় বাংলার বাইরে ভোট হবে অরুণাচল প্রদেশ (২), অসম (৫), বিহার (৪), ছত্তিশগড়়(১), মহারাষ্ট্র (৫), মণিপুর (১), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), রাজস্থান (১২), সিকিম (১), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১), উত্তরপ্রদেশ (৮), মধ্যপ্রদেশ (৫), উত্তরাখণ্ড (৫), আন্দামান ও নিকোবর (১) জম্মু ও কাশ্মীর (১) লাক্ষাদ্বীপ (১) পুদুচেরির (১) মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।

অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনেও ভোট হবে। প্রথম দফায় কিছু হাই-ভোল্টেজ আসনের মধ্যে রয়েছে চেন্নাই দক্ষিণ, কোয়েম্বাটুর, নাগপুর, ডিব্রুগড়, জোড়হাট, জামুই। যে সমস্ত হেভিওয়েট প্রার্থীদের আগামীকাল ভাগ্যপরীক্ষা হবে তারা হলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি (নাগপুর আসন), কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু (অরুণাচল পশ্চিম), কেন্দ্রীয় মন্ত্রী সর্বানদা সোনোয়াল (অসমের ডিব্রুগড়), কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান (মুজাফ্ফরনগর)।

এছাড়াও রয়েছেন দুইবারের সাংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার জিতেন্দ্র সিং (উধমপুর), কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব (রাজস্থানের আলওয়ার), কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (রাজস্থানের বিকানের), তামিলনাড়ুর নীলগিরি আসনে বর্তমান ডিএমকে সাংসদ ও প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা বনাম বিজেপির এল মুরুগান (কেন্দ্রীয়মন্ত্রী), শিবগঙ্গার সাংসদ কার্তি চিদম্বরম প্রমুখ।

এই দফায় সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের এই রাজ্যে ৩৯টি লোকসভা আসনের সবগুলিতেই ভোটগ্রহণ হবে প্রথম দফায়। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, প্রথম দফায় সুষ্ঠুভাবে ভোট করাতে সবরকম ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here