৩১ মার্চের মধ্যে শেষ করতে হবে এলপিজি আধার তথ্য যাচাই, তেল সংস্হাগুলিকে ডেডলাইন কেন্দ্রের

0
28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চ, নয়াদিল্লিঃ যে সমস্ত এলপিজি গ্রাহক রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান, তাঁদের আধার তথ্যের বায়োমেট্রিক যাচাইয়ের কাজ আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিরেক্টরদের চিঠি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গ্যাসের আধার যাচাই ৩১ মার্চের মধ্যে সারতে হবে।

গত বছর অক্টোবরে কেন্দ্র তেল সংস্থাগুলিকে নির্দেশ দেয়, সমস্ত গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য তথা আধার তথ্য যাচাই করতে হবে। তেল সংস্থাগুলি সূত্রে খবর, গ্যাসের ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বেনিয়ম বন্ধ করতেই এই পদক্ষেপ। কোনও ব্যক্তির নামে একাধিক ঠিকানায় একাধিক সংস্থার একাধিক ডোমেস্টিক এলপিজি কানেকশন থাকতে পারে।

কিন্তু, নিয়ম অনুযায়ী, তিনি একটা কানেকশনের জন্যই ভর্তুকি পাবেন। বাকিগুলোর জন্য নয়। কেন্দ্রের এই নির্দেশিকায় রীতিমতো তাড়াহুড়ো পড়ে যায় গ্রাহকদের মধ্যে। গ্যাসের আউটলেটগুলির সামনে লম্বা লাইন পড়াও শুরু হয়। তবে সেসময় গ্যাস সংস্থাগুলি আশ্বস্ত করে, গ্রাহকদের আধার তথ্য যাচাই করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত বিভিন্ন সংস্থার গড়ে ৫০-৭০ শতাংশ পর্যন্ত গ্রাহকের আধার পরীক্ষা শেষ হয়েছে। তবে ৩১ মার্চের মধ্যে আধার যাচাই না হলেও ভরতুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার কোনও নির্দেশ কেন্দ্রের তরফে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here