খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, শিলিগুড়ি: শিলিগুড়ির ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। ভক্তিনগর থানার অন্তর্গত শালুগাড়া বাজার এলাকা থেকে মূল অভিযুক্ত মহম্মদ রাজকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছে।
সম্প্রতি শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড থেকে রেগুলেটেড মার্কেটের এক লেবু ব্যবসায়ী প্রভাকর সিং এর অপহরণের ঘটনা ঘটে। যদিও অপহরণের পরের দিনই তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। তবে তদন্তে নেমে প্রধাননগর থানার পুলিশ প্রথম যে গাড়িতে অপহরণ হয়েছিল সেই গাড়িটি উদ্ধার করে এবং তারপর গ্রেপ্তার করা হয় গাড়ি চালককে। গাড়ির চালককে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রধান নগর থানার পুলিশ।
তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে ভক্তিনগর থানার অন্তর্গত শালুগাড়া বাজার এলাকা থেকে এই অপহরণ কাণ্ডের মূল মাথা মহম্মদ রাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রধান নগর থানার পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে প্রধান নগর থানার পুলিশ। পাশাপাশি এই অপহরণ কাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়েও তদন্ত করছে প্রধান নগর থানার পুলিশ।