সারেনি চোট, ব্যান্ডেজ নিয়েই কলকাতা পুরসভার ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী

0
35

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ মার্চ, কলকাতাঃ কপালে ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী, কন্যা। এছাড়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, শশী পাঁজা থেকে শুরু করে অন্যান্য নেতা-মন্ত্রীরা।

প্রতিবারেই তিনি ইফতার পার্টিতে যোগ দেন। এবারেও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা। সেখানেই যান মুখ্যমন্ত্রী। দেখা গেল মুখ্যমন্ত্রীর কপালে ব্যান্ডেজ। ৩১ মার্চ কৃষ্ণনগরে মহুয়া মৈত্র হয়ে প্রচার করবেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন ইফতার পার্টিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

সেখানে তিনি বলেন, ‘‌সকলকে জানাই পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেক বছরের মতো এবারও পার্ক সার্কাস ময়দানে দাওয়াত–এ–ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ এবং শুভেচ্ছা বিনিময় করলাম। এই ভাবেই সৌহার্দ্যের বাতাবরণ বজায় থাকুক আমার বাংলায় এবং সকলে একসঙ্গে ভাল থাকতে পারি এই প্রার্থনা জানাই আমি সর্বশক্তিমানের কাছে।’‌

গত ১৪ মার্চ কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। চোটের কারণে লোকসভা ভোটের প্রচার শুরু করতে পারেননি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০ মার্চ মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করবেন তিনি। তার পরদিন ১ এপ্রিল বহরমপুরে ইউসুফ পাঠানের সমর্থনে সভা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here