বাড়ির কাছ থেকেই ইডির ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

0
41

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ মার্চ, কলকাতাঃ বাড়ির কাছ থেকে ইডির উপর হামলার নির্দেশ দিয়েছিলেন সন্দেশখালির শেখ শাহজাহান। বৃহস্পতিবার বসিরহাট আদালতে এমনটাই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর দাবি, তদন্তে এ সব তথ্য উঠে এসেছে। এদিকে, এদিন শাহজাহানের জামিনের আর্জি খারিজ করে আদালত। তাঁকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ছ’দিনের সিবিআই হেফাজত শেষে বৃহস্পতিবার শাসজাহানকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। সিবিআইয়ের পক্ষ থেকে শাহজাহানকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। সিবিআইয়ের আইনজীবী দাবি করেছেন, শাহজাহানের নির্দেশেই গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল।

তিনি বাড়ির পাশ থেকে ফোন করে ‘অনুগামী’-দের জড়ো হতে বলেছিলেন। সুতরাং ইডির উপর হামলার ঘটনায় শাহজাহানই যে মূলচক্রী, তা এদিন আরও একবার আদালতে স্পষ্ট করে সিবিআই। এদিন আদালতে একটি সিডি পেশ করে সিবিআই। এর পর সিবিআইয়ের আইনজীবী বলেন গত ৫ জানুয়ারি সকালে ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে যখন গিয়েছিলেন তখন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান।

ইডি পৌঁছনোর পর ৩ মিনিটে ২৮টি ফোন করেন শেখ শাহজাহান। সেই ফোন কলের তালিকা তাদের হাতে রয়েছে। সেই তালিকা অনুসারে ফোন কল গিয়েছিল, জিয়াউদ্দিন মোল্লা, দিলদার বক্স মোল্লার কাছে। তাদের মাধ্যমে দুষ্কৃতীদের জড়ো করে পরিকল্পনামাফিক হামলা চালিয়েছিলেন শাহজাহান। সওয়াল জবাবের পর শাহজাহানকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আরও একটি মামলায় ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিকে, এদিন শাহজাহান অনুগামী সুকমল সর্দার, মেহেবুর মোল্লা এবং অজিত মাইতিকেও বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। সুকমল এবং মেহেবুরকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অজিতকে পাঁচদিনের জেল হেফাজত দিয়েছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here