দিনহাটায় নিজের ভোট কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী উদয়ন গুহ

0
50

দিনহাটা, ১৯ এপ্রিলঃ দিনহাটায় নিজের ভোট কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী উদয়ন গুহ ভোট দেন তার বাড়ির পাশে দিনহাটা গার্লস হাইস্কুলে। সেখানে ভোট দিয়ে তিনি ভেটাগুড়িতে আসেন।

জানা গেছে, সকাল থেকে দিনহাটার বিভিন্ন এলাকায় বিজেপি তৃনমূলের মধ্যে বিবাদ লেগেই রয়েছে। দিনহাটা ১ নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মণকে ভেটাগুড়িতে মারধোর করে বিজেপি কর্মীরা। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। নিজের বাড়ি থেকে বেরিয়ে আক্রান্ত ব্লক সভাপতিকে দেখতে হাসপাতালে যান মন্ত্রী উদয়ন গুহ। পরে গিয়ে নিজের বুথে তিনি ভোট দেন দিনহাটা গার্লস হাইস্কুলে। এদিন তিনি ভোট দিয়ে ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপিট আসেন।

সেখানে এসে তিনি বলেন,বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন। তারপর তিনি তার বিধানসভার বিভিন্ন এলাকায় যাবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, আজ প্রথম দফায় দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে বাংলার তিনটি লোকসভা কেন্দ্র -কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এরই মধ্যে সকাল থেকেই কোচবিহার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে অশান্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here