খুশির ইদে হাসিনাকে শুভেচ্ছা মোদির, কী বার্তা দিলেন নমো?

0
53

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ এপ্রিল, নয়াদিল্লি: আজ খুশির ইদ। গোটা বাংলাদেশজুড়ে মহা সমারোহে উদযাপিত হচ্ছে দিনটি। খুশির এই উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পবিত্র দিনে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে নরেন্দ্র মোদি উল্লেখ করেছেন, “আমরা ইদ-উল-ফিতরকে ঐতিহ্য ও উৎসাহের সঙ্গে উদযাপন করি। পবিত্র ইদ বিশ্বজুড়ে মানুষকে সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা সারা বিশ্বের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ প্রার্থনা করছি। বিভিন্ন দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হওয়ার কামনা করছি।”

বুধবার ঢাকায় ভারতীয় কমিশন এক বিজ্ঞপ্তিতে মোদির শুভেচ্ছাবার্তার কথা জানায়। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের ইদের নামাজের প্রধান জমায়েত হয় ঢাকার জাতীয় ইদগাহতে। সেখানে নামাজ পাঠ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অন্যদিকে সরকারি বাসভবন গণভবনেই ইদ উদযাপন করেন প্রধানমন্ত্রী। ইদের দিন সকাল ১০টা থেকে রাজনৈতিক দলের নেতাকর্মী, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, সামরিক আধিকারিক-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here