নয়া উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাকে নিয়োগপত্র দিলেন রাজ্যপাল?

0
29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার নয়া উপাচার্য পেল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ও। অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে গৌড়বঙ্গের উপাচার্য হিসাবে নিয়োগ করলেন আচার্য সিভি আনন্দ বোস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক পবিত্রবাবু। এবার থেকে তিনিই সামলাবেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।

রাজভবন থেকে ই-মেলের মাধ্যমে পবিত্রবাবু নিয়োগপত্র পেয়েছেন বলে জানিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎবাবু বলেন, রাজ্য সরকারের প্রস্তাব মতো রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পবিত্র চট্টোপাধ্যায়কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি গুরুত্বপূর্ণ কমিটির কনভেনার পদে রয়েছেন তিনি। সেই সমস্ত কাজকর্ম বুঝিয়ে তাঁর রিলিজ নিতে একটু সময় লাগবে।

চলতি সপ্তাহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে রাজ্যের প্রস্তাবিত ভাস্কর গুপ্তকে নিয়োগ করেন রাজ্যপাল। ভাস্কর গুপ্ত ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক। এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যও নিয়োগ করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here