দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার ভোটপর্ব, ভাগ্য নির্ধারণ হবে রাহুল সহ একাধিক হেভিওয়েটের

0
21

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ এপ্রিল, নয়াদিল্লিঃ দেশজুড়ে চলছে লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে ভোট হচ্ছে।
এদিন কেরলের ২০ আসনের পাশাপাশি ভোট চলছে কর্নাটকের ১৪ আসনে, রাজস্থানের ১৩ আসনে, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের আটটি করে আসনে চলছে।

এছাড়া মধ্যপ্রদেশের সাত, অসম ও বিহারের পাঁচটি করে আসনেও চলছে ভোট। বাংলা ও ছত্তিশগড়ের তিনটি করে আসনে চলছে ভোট। এছাড়া একটি করে আসনে ভোট চলছে জম্মু–কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরায়। এই দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিরুঅনন্তপুরমে তাঁর লড়াই কংগ্রেসের শশী থারুরের সঙ্গে।

এছাড়া হেমা মালিনী, অরুণ গোভিল, বিজেপির বর্ষীয়ান নেতা তেজস্বী সূর্য, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেসের রাহুল গান্ধি, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, অশোক গেহলটের পুত্র বৈভব গেহলটের ভাগ্য নির্ধারণ হচ্ছে এদিন। রাজ্যের তিন আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জ।

দার্জিলিঙে ১,৯৯৯টি বুথে, রায়গঞ্জে ১,৭৩০টি বুথে এবং বালুরঘাটে ১,৫৬৯টি বুথে ভোটগ্রহণ চলছে। এই দফায় বাংলায় থাকছে ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জ লোকসভায় মোট কেন্দ্রীয় বাহিনী থাকছে১১১ কোম্পানি, দার্জিলিং লোকসভায় থাকছে ৮৮ কোম্পানি ও বালুরঘাট লোকসভায় থাকছে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

রেকর্ড হারে ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‌যে সব আসনে ভোট হচ্ছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চহার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। বিশেষ করে তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here