সুপ্রিম ভর্ৎসনার পরই পদক্ষেপ, সংবাদপত্রে বড় আকারে বিজ্ঞাপন দিয়ে দ্বিতীয়বার ক্ষমা চাইলেন রামদেব

0
42

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ এপ্রিল, নয়াদিল্লিঃ পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসমক্ষে দ্বিতীয়বার ক্ষমা চাইলেন যোগগুরু রামদেব। প্রসঙ্গত, মঙ্গলবারই সংবাদপত্রে ক্ষমা চায় পতঞ্জলি। কিন্তু সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেয়। বিজ্ঞাপনের আকার এতটাই ছোট ছিল, যা নিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রামদেবদের।

বিচারপতি হিমা কোহলি বলেন, “রামদেবের ক্ষমাপ্রার্থনা কি খুব স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে? যেভাবে খবরের কাগজের গোটা পাতা জুড়ে বড় বড় অক্ষরে পতঞ্জলির বিজ্ঞাপন প্রকাশিত হত, সেরকমভাবে কি ক্ষমাপ্রার্থনার বিজ্ঞপ্তি ছাপা হয়েছে?”

রামদেবের আইনজীবী সুপ্রিম কোর্টে পাল্টা জানান, দেশের ৬৭টি সংবাদপত্রে ১০ লক্ষ টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তা নিয়েও পাল্টা ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। বিচারপতি হিমা কোহলি স্পষ্ট জানান, যত টাকাই ব্যয় হয়ে থাকুক না কেন তা আদৌ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। এরপরই তড়িঘ়ড়ি দ্বিতীয় ক্ষমাপত্র ছাপালেন তাঁরা।

প্রথম ক্ষমাপত্রের তুলনায় বুধবার ক্ষমাপত্রের আকার অনেকটাই বড়! বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘২০২৩ সালের ২২ নভেম্বর সাংবাদিক সম্মেলন করার জন্য আমরা নিঃশর্ত ক্ষমা চাইছি। আমাদের বিজ্ঞাপন প্রকাশের সময় যে ভুল হয়েছে সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এবং এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না, এটাই আমাদের আন্তরিক অঙ্গীকার। আমরা আন্তরিকতার সঙ্গে মাননীয় আদালতের নির্দেশ মেনে চলার অঙ্গীকার করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here