টিকিট না পেয়ে ক্ষোভ? বিজেপির ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্রনীল

0
98

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ মার্চ, কলকাতাঃ দোলের দিন দলের ৭৭টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রাজ্যের প্রায় সব আসনে প্রার্থীর নাম ঘোষণা হলেও বিজেপির তরফে নেই রুদ্রনীল ঘোষের নাম। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এতে তাঁর আশাভঙ্গ হয়েছে।

সেকারণেই এই পদক্ষেপ। যদিও এখনও ৪টি আসন-ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূমে বিজেপির প্রার্থী ঘোষণা করা বাকি। যদিও অভিনেতার দাবি, শুভেচ্ছা-বার্তায় বিরক্ত হয়েই গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রুদ্রনীল বলছেন, “প্রায় ৭৭টি গ্রুপে আমাকে রাখা হয়েছিল, বিজেপিতেই আছি, অফিসিয়াল ১২টি গ্রুপেও আছি, এখনও ছাড়ার ব্যাপারে কোনও আলোচনা হয়নি।”

এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। তাই আশা ছাড়ছেন না রুদ্রনীল। তাঁর বক্তব্য, আমার দলে কারা টিকিট পাবেন বা পাবেন না, সেটা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাঁরা ঠিক করেন। এখনও চারটে আসনে প্রার্থী ঘোষণা হয়নি। দল আমাকে নিয়ে কী ভাবছে তার এখনও আলোচনা করার সময় শেষ হয়নি। আমার নিজের আশা থাকবে না, একথা সম্পূর্ণ ভুল।” দল চাইলে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও প্রার্থী হতে রাজি আছেন বলেই জানিয়েছেন অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here