খবরিয়া২৪ নিউজডেস্কঃ প্রকাশ্য দিবালোকে শুট আউট ও খুন বিজেপি মন্ডল সাধারন সম্পাদককে ।
দিনহাটা মহকুমার শিমূলতলা এলাকায় বাড়ির ভেতরে ঢুকে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠলো একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এই গুলি চালানোর ঘটনায় বিজেপির মন্ডল সাধারন সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়ার মৃত্যু হয়েছে। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, “শুক্রবার দুপুরে দিনহাটা মহকুমার পুঁটিমারির শিমূলতলা এলাকায় বিজেপির মন্ডল সাধারন সম্পাদক প্রশান্ত রায় বসুনিয়াকে বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। গোটা ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে দিনহাটা মহকুমা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। তারপর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। তবে ঠিক কী কারণে এই গুলি করে খুন করা হয়েছে তা পরিষ্কার করে বলতে পারছেন না পরিবারের সদস্যরা
ঘটনার পর থেকে মৃতের পরিবারের সদস্যরা রীতিমত আতঙ্কিত রয়েছেন। এছাড়া পরিবারের ছেলের এই ভাবে মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। পুলিশ সূত্রে জানা গেছে, ” দিনহাটার শিমূলতলা এলাকায় প্রশান্ত রায় বসুনিয়া নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে গুলি করে একদল দুষ্কৃতী। এই গুলি চালানোর ঘটনায় তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে ওই জনৈক যুবকের। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে দিনহাটা হসপিটালে নিয়ে এসেছে ময়নাতদন্তের জন্য।