ভোটের প্রস্তুতির সিগন্যাল! নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে SIR, কড়া নজরে কমিশন

64

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অক্টোবরঃ রাজ্যে নির্বাচনের সুর আরও জোরাল হল। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট ইঙ্গিত আগামী ২ নভেম্বর থেকেই শুরু হতে পারে SIR প্রক্রিয়া। বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার BLO ও ERO-AERO দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে।

কমিশনের নির্দেশ, ভোটার তালিকা সংশোধনের আগে জেলার প্রস্তুতি বাস্তবে কতটা দৃঢ়, তা খতিয়ে দেখা হবে। কাগজে-কলমে প্রস্তুতি নয়, মাঠে নেমে নির্ভুল যাচাইয়ের ওপর জোর দিয়েছে কমিশন। এক কর্তা সতর্ক করে বলেন, “ভোটার তালিকা নিখুঁত করতেই SIR। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতেই হবে। অনিয়ম মিললে দায় এড়ানো যাবে না।”

জানা গেছে, শীঘ্রই প্রতিটি জেলায় BLO-দের সঙ্গে পৃথক বৈঠক করা হবে। কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে, ভোটার তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি থেকে ফর্ম বিতরণ পর্যন্ত কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, আইটি ডিরেক্টর জেনারেল সীমা খান্না, সচিব এসবি যোশী ও উপ-সচিব অভিনব আগরওয়াল।

বুধবার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কমিশন জানিয়ে দিয়েছে, ১৫ অক্টোবরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে। ফর্ম ছাপা ও বিতরণেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

বর্তমানে রাজ্যে প্রায় ৭.৬৫ কোটি ভোটার। তাঁদের জন্য ১৫ কোটিরও বেশি আবেদনপত্র ছাপা হবে। প্রতিটি ভোটারের জন্য দু’টি ফর্ম একটি ভোটারের কাছে থাকবে, অন্যটি ফিরিয়ে আনবেন BLO। বিজ্ঞপ্তি প্রকাশের চার-পাঁচ দিনের মধ্যেই অন্তত ৩০ শতাংশ ফর্ম ছাপার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলা নিজেদের পরিকাঠামো ব্যবহার করেই ফর্ম ছাপবে বিহারের মতো কেন্দ্রীয় ছাপাখানার পথ অনুসরণ করবে না কমিশন।

সব মিলিয়ে, রাজ্যে নির্বাচনী প্রস্তুতির দামামা বেজে উঠেছে। এবার ভোটার তালিকা নিয়ে সামান্য গাফিলতিও ক্ষমার নয় এমনই সাফ বার্তা কমিশনের।