তাপপ্রবাহের জের, রাজ্যের স্কুলে এগিয়ে আসছে গরমের ছুটি!

0
212

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল, কলকাতা: তাপপ্রবাহের জের। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এগিয়ে আসতে চলেছে গরমের ছুটি। রাজ্যের গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়েছে। নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হতে পারে বলেই সূত্রের খবর।

রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, প্রবল গরম এবং ভোটের কারণে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলে ছুটি এগিয়ে আনা হচ্ছে। আপাতত যা খবর, তাতে আগামী ২২ এপ্রিল (সোমবার) থেকে স্কুলগুলিতে ছুটি পড়ে যাবে। তবে এখনও পর্যন্ত স্কুলের গরমের ছুটি সংক্রান্ত কোনও নির্দেশিকা জারি করেনি শিক্ষা দফতর। সাধারণত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় ৬ মে থেকে। কিন্তু গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমে বাড়ছে।

বুধবারও রাজ্যের ১৪টি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রির গণ্ডি। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।  এই পরিস্থিতিতে স্কুলে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

আগেই লোকসভা ভোটের জন্য এবার গরমের ছুটি বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতি বছর সাধারণত ১০ দিন গরমের ছুটি পায় স্কুল পড়ুয়ারা। এবার যা বাড়িয়ে ২২ দিন করা হবে বলে জানিয়েছিল পর্ষদ। তবে ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা হয়ে গেলে সেই সংখ্যা আরও বাড়বে তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here