রাজ্যে বিজেপি ৩৬টা আসন পেলে ৬ মাসেই তৃণমূল সরকারের বিসর্জন, যাদবপুরে দাবি শুভেন্দুর

0
53

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ মার্চ, কলকাতাঃ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ৩৬টি আসন পেলে ৬ মাসের মধ্যে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবেন। বৃহস্পতিবার যাদবপুর কেন্দ্রের রানিকুঠিতে নির্বাচনী সভায় এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার সভা করেন বিরোধী দলনেতা।

সেখান থেকেই তিনি অনির্বাণবাবুর ব্যক্তিত্বের কথা তুলে ধরে জানান, অনির্বাণ গঙ্গোপাধ্যায় কোথাও আবেদন করেননি প্রার্থী হওয়ার জন্য। শুভেন্দু বলেন, ‘বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে, যাতে যাদবপুর কেন্দ্রে সেকু ও মাকু দুটি দলকে নির্বাচনে আমরা শেষ করে দিতে পারে।’

এদিনের নির্বাচনী সভা থেকে সিপিএমকে তৃণমূলের ‘বি টিম’ বলেও আক্রমণ শানান। শুভেন্দু বলেন ‘এই সেকু আর মাকুরা মিলে সব সভাতে গিয়ে বলেছে, নো ভোট টু বিজেপি, নো ভোট টু মোদী। এরা কেউ নো ভোট টু তৃণমূল বলেনি। আমরা বরং সব সভায় গিয়ে বলি, নো ভোট টু মমতা। এটা বিধানসভার ভোট নয়। কিন্তু এরাজ্যে ১৮টাকে যদি ডবল করে দেন ৬ মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে’।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। তাদের দাবি, শুভেন্দু দিবাস্বপ্ন দেখছেন। আসন্ন নির্বাচনে বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস অন্তত ৩৫টি আসন পেতে চলেছে। আর তার পরও রাজ্যে বিজেপি নির্বাচিত সরকার ফেলার চেষ্টা করলে সব রকম প্রতিরোধ করবে তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here