বাঁকুড়ায় শুভেন্দুর উদ্দেশ্যে চোর স্লোগান! মেজাজ হারিয়ে কী করলেন বিরোধী দলনেতা?

0
82

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ মে, কলকাতাঃ শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে চোর স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার সারেঙ্গায়। গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে জড়ালেন বচসায়।

জানা গিয়েছে, এদিন পাত্রসায়েরে বিষ্ণপুরের প্রার্থী সৌমিত্র খাঁয়ের সভা থেকে সারেঙ্গার সিমলাপালে ফিরছিলেন শুভেন্দু। সেখানে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের রোড শোতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। সারেঙ্গার কাছে হঠাৎই শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে একাংশ তৃণমূল কর্মী মাইক থেকে চোর, চোর স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ।

শুভেন্দুর নাম করে স্লোগান দেওয়া হয়। এমনকী গদ্দারও বলা হয়। মেজাজ হারান রাজ্যের বিরোধী দলনেতা। সটান গাড়ি থেকে নেমে তেড়ে যান তিনি। সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেন। সব মিলিয়ে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

পরিস্থিতির জন্য রাজ্য পুলিশকে দায়ী করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, “ভোটে পরাজয় নিশ্চিত বুঝে তৃণমূল বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ না করে তৃণমূলের বিশৃঙ্খলাকে মদত দিয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here