কেন লকেটের বিরুদ্ধে প্রার্থী করা হল রচনাকে? হুগলির জনসভা থেকে মুখ খুললেন মমতা

0
106

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ মে, কলকাতাঃ হুগলি লোকসভা কেন্দ্রে এবছর দুই তারকার লড়াই। বিজেপির প্রার্থী অভিজ্ঞ রাজনীতিবিদ লকেট চট্টোপাধ্যায়। আর তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন রাজনীতিতে একেবারেই আনকোরা রচনা বন্দ্যোপাধ্যায়। এই আসনে কেন লকেটের বিরুদ্ধে রচনাকেই প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

হুগলির বলাগড়ে এ প্রসঙ্গে মন্তব্য করলেন দলের সুপ্রিমো। মুখ্যমন্ত্রী বলেন, “আমি রচনাকে প্রার্থী করেছি , কারণ যিনি এখানে বিজেপির প্রার্থী আছেন তিনি সকলের গলারই লকেট!” সঙ্গে তিনি আরও বলেন, “আমি খারাপ সেন্সে বলছি না । ভাল সেন্সেই বলছি । আর আমি বলব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো , রচনাকে তাই প্রার্থী করেছি।”

প্রসঙ্গত, লকেট চট্টোপাধ্যায় অনেকদিনই হয়েছেন অভিনয় জগৎ ছেড়েছেন। ২০১৭ থেকে রাজনীতির মঞ্চ দাপাচ্ছেন। ২০১৯ সালে হুগলি থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন। ফের ২০২৪-এ এই আসনেই প্রার্থী করা হয়েছে তাঁকে। তাঁর প্রতিপক্ষ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনীতির ময়দানে তিনি একেবারেই নবীণ।

ইতিমধ্যে তাঁর মন্তব্য তুমুল ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। মাছ কিনছেন, সবজি কিনছেন, প্রচার করছেন, হাসছেন, হাসাচ্ছেন, নানা কথা বলছেন, যা শুনে হাসছে হুগলি, তার মধ্যেই জমিয়ে প্রচার সারছেন রচনা। মাটি কামড়ে পড়ে রয়েছেন। একাধিক আন্দোলনে দেখা যাচ্ছে তাঁকে। তবে শেষ পর্যন্ত কার পাশে থাকবেন সাধারণ মানুষ সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here