উপনির্বাচনে বরানগরে টিকিট পেলেন অভিনেত্রী সায়ন্তিকা, ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার

0
55

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ মার্চ, কলকাতাঃ বাঁকুড়ায় লোকসভা ভোটে টিকিট না পেলেও বরানগরে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে টিকিট পাবেন বলেই আশা করেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। তবে তখন দল তাঁকে টিকিট না দেওয়ায় সংবাদমাধ্যমের সামনে কিছুটা হলেও নিজের অভিমান উগরে দিয়েছিলেন তিনি।

বাঁকুড়ায় অরূপ চক্রবর্তীর নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। তবে উপনির্বাচনের টিকিট পাওয়াতে কিছুটা হলেও তার মানভঞ্জন হল বলেই মনে করছে রাজনৈতিকমহল। প্রসঙ্গত, বিধায়ক তাপস রায়ের ইস্তফার কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। বিজেপির বরানগরের প্রার্থী হিসাবে সজল ঘোষের নাম ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে।

বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখের মধ্যে একজন হলেন সজল ঘোষ। কলকাতা পুরনিগমের বিজেপি কাউন্সিলর। এবার আসন্ন বরাহনগর বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষ জয়ের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী। এবারের ভোট ময়দানে সেই সজল ঘোষের বিরুদ্ধেই নির্বাচনে লড়তে হবে সায়ন্তিকাকে।

২০২১ সালের বিধানসভা ভোটে প্রথমবার টিকিট পান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন। বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার কাছে হেরে যান। তবে ভোটে হারলেও জমি আঁকড়ে পড়েছিলেন বাঁকুড়ায়। অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয়। যদিও লোকসভা ভোটে টিকিট পাননি।

তবে বিধানসভা উপনির্বাচনে বরানগর থেকে টিকিট দেওয়া হয়েছে তাঁকে। আগামী ১ জুন এই আসনে ভোটগ্রহণ। ফল ঘোষণা করা হবে ৪ জুন। এর পাশাপাশি ইদ্রিস আলির মৃত্যুর জন্য বিধায়ক শূন্য হয়েছে ভগবানগোলা। সেখানে রেয়াত হোসেন সরকারকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here