তৃণমূলের এসসি মোর্চার অঞ্চল সভাপতি, ভাইস প্রেসিডেন্ট সহ ২১টি পরিবার যোগ দিলেন বিজেপিতে

0
158

কোচবিহার, ২৯ মার্চঃ লোকসভা ভোটের আগে ফের তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদিলেন ২১টি পরিবার। এদিন মোয়ামারি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের এসসি মোর্চার সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, অঞ্চলের বিভিন্ন পদের সদস্য সহ ২১টি পরিবার যোগ দিলো বিজেপিতে। এদিন তারা কোচবিহার জেলা বিজেপির সদর কার্যালয়ে আসেন। এবং সেখানে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান জেলা সভাপতি।

এদিন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর অভিযোগ করে বলেন, দেশের প্রধানমন্ত্রী ও নিশীথ প্রামাণিকের হাত শক্ত করতে আমরা আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম। কারন তৃণমূল যেভাবে আপাদমস্তক দুর্নীতিগ্রস্থ। সেই দুর্নীতি মুক্ত করতে আজ আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম।

এদিন এবিষয়ে জেলা সভাপতি সুকুমার রায় জানান, আমরা তৃনমূলের মতো ১ জন দল বদল করলে সাংবাদিক বৈঠক করে যোগদান করাই না। আজ মোয়ামারি অঞ্চলের এসসি মোর্চার সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, অঞ্চলের বিভিন্ন পদের সদস্য সহ ২১টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিলো বিজেপিতে। এর আগেও ওই অঞ্চলের দুজন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করেছে। আজ তারা যোগদান করলো। তাদের এই যোগদানের ফলে লোকসভা ভোটে ওই অঞ্চলে আমাদের কিছুটা শক্তি বৃদ্ধি হল বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here