ভোটের মুখে ‘বিজেপি’র বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

0
221

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল, কলকাতা: ভোটের মুখে অবশেষে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বনগাঁ লোকভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জয়ী হন বিশ্বজিৎ। পরে অবশ্য আবার ‘পুরনো দল’ তৃণমূলে যোগ দেন। সেই বিশ্বজিৎকে এ বার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বনগাঁয় প্রার্থী করেছে তৃণমূল।

ভোটের কয়েকদিন আগে এবার তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। শুক্রবার বিধানসভায় গিয়ে তিনি স্পিকারের কাছে ইস্তফা দেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে বিজেপিকে নিশানা করে বিশ্বজিৎ বলেন, ‘‘গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত দল ওটা। কাজ করার কোনও পরিবেশ নেই। আগেই আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম। আজ থেকে কাগজপত্রে সম্পর্ক ছিন্ন হবে। আমার মনের মণিকোঠায় বাগদার মানুষের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।’’

এদিন বিশ্বজিৎ আরও বলেন, ‘বিজেপিতে যাওয়া আমার কাছে ভুল ছিল। বাগদার মানুষের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল, সেটা বজায় থাকবে। ‘আমি যা কাজ করেছি বাগদাতে, স্বাধীনতার পর আর কেউ তা করেছে কিনা সন্দেহ রয়েছে। বিধায়ক কোনও দলের হয় না। বাগদার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। সেজন্য বাগদার মানুষের কাছে আমি কৃতজ্ঞ।’

তৃণমূল জেলা সভাপতি হয়েও কেন এত দিন বিজেপির বিধায়ক পর থেকে কেন ইস্তফা দেননি এই প্রশ্নের উত্তরে বিশ্বজিৎবাবু বলেন, ”শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে দলবদল করেননি। তাঁকে দেখেই আমি প্রথমে পদত্যাগ করিনি। এখন লোকসভার প্রার্থী হয়েছি, প্রোটোকল মেনে পদত্যাগ করেছি। তৃণমূলই আমার প্রকৃত জায়গা।”

বৃহস্পতিবার রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মুকুটমনি অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে আসেন তিনি। মুকুটমনি অধিকারীও এবারের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here