রামের পুজো দিয়ে কোচবিহার পৌরসভার ২০টি ওয়ার্ডে ভোট প্রচার তৃণমূল প্রার্থী জগদীশের

0
48

কোচবিহার, ১৭ এপ্রিলঃ লোকসভা ভোটের আর মাত্র দুই দিন বাকি। আজকেই নির্বাচনী প্রচারের শেষদিন বেলা ৫টায়। সেই দিনেই আবার হিন্দু ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ দিন রামনবমী। সেই রাম নবমীর দিনে রামের পূজো দিয়েই প্রচার শুরু করেছে কোচবিহার লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন তিনি রামের পুজো করে কোচবিহার নিউটাউন তৃণমূল জেলা কার্যালয় থেকে প্রচার শুরু তিনি। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।

জানা গেছে, দেশের ১৮ তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট তিনটি আসনে। সেই আসনে ভোট আগামী ১৯ এপ্রিল। সেই ভোট নিয়ে বিভিন্ন দলের নেতা কর্মীরা দলীয় প্রার্থীদের প্রচার করে থাকেন। সেই ভোট প্রচার বেলা ৫টায় শেষ হবে বলে নির্দেশিকা জারি করেছেন নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, জেলার বিভিন্ন দলের নেতারা প্রচার শুরু করেন। সেই অনুযায়ী, কোচবিহার লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রচার শুরু করার আগে বাম নবমীর দিনে রামের পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এদিন তিনি কোচবিহার পৌরসভার ২০টি ওয়ার্ডে বাইক র‍্যালি ও হুড খোলা গাড়িতে প্রচার চালান।

এদিন এবিষয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, আজ ভোট প্রচারের শেষ দিন। আর সেই শেষ দিনে প্রচারে বের হওয়ার আগে রামের পুজো দিয়ে প্রচার শুরু করি। কারন আমি আমি হিন্দু ধর্মের মানুষ। তাই রাম নবমীর দিনে রামের পুজো করেই আমি প্রচার শুরু করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here