বিনামূল্যে রান্নার গ্যাস, সিএএ-এনআরসি বাতিল, ইস্তেহার প্রকাশ করে জানাল তৃণমূল

0
155

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ এপ্রিল, কলকাতা: বুধবার তৃণমূল কংগ্রেস প্রকাশ করল ইস্তেহার। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, সাঁওতালি (অলচিকি), নেপালি এই ৬টি ভাষায় ইস্তেহার প্রকাশ করা হয়েছে। সেখানে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে ইস্তেহারে।

এই সিদ্ধান্তগুলিকেই ‘‌দিদির শপথ’‌ বলে উল্লেখ করা হয়েছে ইস্তেহারে। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে তুলে ধরা হয় দিদির শপথ। সেখানে ১০টি শপথের কথা বলা হয়েছে। সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন।

ইস্তেহারে বলা হয়েছে, ১) সব জব কার্ড হোল্ডারকে ১০০ দিনের কাজ গ্যারান্টি-সহ দেওয়া হবে। যার বর্ধিত ন্যূনতম মজুরি হবে ৪০০ টাকা।

২) দেশের সব নাগরিককে নিরাপদ ও পাকা বাড়ি দেওয়া হবে।

৩) প্রত্যেক দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে দশটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।

৪) প্রতিমাসে প্রত্যেক র‍্যাশন  কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে দুয়ারে র‍্যাশন।

৫) প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ওবিসি, এসসি-এসটিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। বৃদ্ধভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা হবে। বার্ষিক ১২ হাজার টাকা।

৬) স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনগত গ্যারান্টি দেওয়া হবে।

৭) পেট্রল-ডিজেল এবং সিলিন্ডারের দাম স্বল্পমূল্যে সাশ্রয়ে দেওয়া হবে। পেট্রপণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণ করতে আলাদা তহবিল তৈরি হবে।

৮) ২৫ বছর পর্যন্ত সব স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে। তাতে কাজের সুযোগ ও মাসিক বৃত্তি থাকবে। উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

৯) ধোঁয়াশাযুক্ত CAA বিলুপ্ত করা হবে। এনআরসি বন্ধ করা হবে। UCC ভারতজুড়ে প্রয়োগ করা হবে না।

১০) কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে উন্নততর স্বাস্থ্যসাথী বিমা প্রদান করা হবে। যা ১০ লক্ষের স্বাস্থ্য বিমার সুবিধা দেবে।   তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পর এই ১০ শপথ পূরণের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ তৃণমূল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here