ভোটের দিনে তৃনমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
51

দিনহাটা, ১৯ এপ্রিলঃ আজ সকাল সকাল ভোট শুরুতেই উত্তেজনা ছড়াল দিনহাটার ভেটাগুড়িতে। শুক্রবার সকালে তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি অনন্ত বর্মনকে মারধরের অভিযোগ উঠল। আক্রান্ত তৃণমূল নেতা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতাকে দেখতে যান দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজ রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে। তারমধ্যে অন্যতম হল কোচবিহার। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ভোটযুদ্ধের ময়দানে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। এবং এখানে লড়াই করছে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকও।

উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভার মোট ভোটার ১৯,৬৬,৫৬৩ জন। তার মধ্যে নতুন ভোটার রয়েছে ৫৩,৮৫৪ জন। এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ১০, ১৪, ৮৬৪ জন এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ৯,৫১,৯৯৬ জন। কোচবিহারের লোকসভা আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ৩৩ জন। সব মিলিয়ে কোচবিহার জেলার মোট ২৪,৪৯,৬৩৫ জন ভোটারের মধ্যে ১৯,৬৬,৫৬৩ জন কোচবিহারের লোকসভা আসনের জন্য ভোট দিতে চলেছেন বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। এই লোকসভা কেন্দ্রে বুথ সংখ্যা ২০৪৩ টি তারমধ্যে স্পর্শকাতর ১৯৬টি। এই লোকসভা কেন্দ্রে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে সঙ্গে রয়েছে সাড়ে ৪হাজার রাজ্যে পুলিশ বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here