দেশজুড়ে প্রথম দফার নির্বাচন শুরু, রেকর্ড হারে ভোটদানের আর্জি জানালেন প্রধানমন্ত্রী মোদি

0
35

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল, নয়াদিল্লি: দেশ জুড়ে শুরু হয়েছে প্রথম দফার ভোট। প্রথম দফায় মোট ১০২ আসনে হচ্ছে ভোটগ্রহণ। আর ভোটপর্ব শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলা সহ ছটি ভাষায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার আর্জি জানান তিনি।

প্রধানমন্ত্রী সকলকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আবেদন করেন। বাংলা, তামিল, অসমিয়া, হিন্দি, ইংরেজি এবং মারাঠি ভাষায় এক্স পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। তাঁর বক্তব্য, ”ভোটারদের প্রতি আমার আবেদন, রেকর্ড সংখ্যক ভোট দিন। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই। প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে এবং প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ।’’

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ২১ প্রান্তে ভোটগ্রহণ। রয়েছে ১০২ কেন্দ্র। এ দফায় হাইভোল্টেজ আসনগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, চেন্নাই দক্ষিণ, কোয়েম্বাটোর, নাগপুর, ডিব্রুগড়, জোরহাট, জামুই। বাংলায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসনে ভোটগ্রহণ চলছে।

গোটা বাংলার নজর রয়েছে এই আসনগুলিতে ভোটের দিকে। এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও মোতায়েন থাকছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here