খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, তুফানগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে গোরু পাচার করতে গিয়ে গ্রেপ্তার এক ব্যক্তি। কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্যবালাভূত এলাকার ঘটনা। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্যবালাভূত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গোরু পাচারের সময় এক ব্যক্তিকে আটক করে বিএসএফের ৬২ নং ব্যাটালিয়নের জওয়ানরা।
রবিবার তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আটক করা ব্যক্তিকে তুফানগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। এরপরেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তুফানগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম মহিবুল হক। বাড়ি অসমের ধুবড়ি জেলায়। সোমবার ধৃত ব্যক্তিকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হবে।