খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, জলপাইগুড়ি: গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে তৃণমূল এবং বিজেপি দুইয়েরই ভরসা একমাত্র বিজয়ী সিপিএম প্রার্থী।ইতিমধ্যে শাসক দল ও বিজেপির তরফে প্রধান হওয়ার প্রস্তাব এসেছে বলে দাবি সিপিএম প্রার্থীর।যদিও সিপিএম প্রার্থীকে কোন রকম প্রস্তাব দেওয়া হয়নি বলে দাবি শাসকদল ও বিজেপির। ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
ভোটের ফলাফলে সাঁকোয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট ১৯টি আসনের মধ্যে তৃণমূল ৯, বিজেপি ৯ এবং সিপিএম একটি আসন পেয়েছে।যে কোন দলের বোর্ড গঠন করতে গেলে দশটি আসন দরকার। তাই বোর্ড গঠন নির্ভর করছে সিপিএম প্রার্থীর উপর। তিনি যে দলকে সমর্থন করবেন সেই দল বোর্ড গঠন করবে। গতবার তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছিল।
এই বিষয়ে সিপিএমের জয়ী প্রার্থী প্রফুল্ল রায় বলেন, “দুই দলের তরফে ফোন করে তাদের দলকে সমর্থন করার কথা বলছে। এমনকি প্রধান হওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে। আমি এখনও কোনও সিদ্ধান্ত নেইনি। আমাদের বিজয় মিছিল হবে, কর্মী এবং এলাকার ভোটারদের সঙ্গে কথা বলবো এবং আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।”
এই বিষয়ে বিজেপি নেতা বিকাশ রায় বলেন, “সিপিএম-এর বিজয়ী প্রার্থী তিনি তিনবারের পঞ্চায়েত সদস্য। তৃণমূলের সঙ্গেই গ্রাম পঞ্চায়েতে ছিলেন। তিনি ভালো করে জানেন তৃণমূলকে সমর্থন করলে কী পরিণতি হবে। অঞ্চলের মানুষের স্বার্থে বিজেপিকে সমর্থন করবেন। বিজেপিতে থাকলে সম্মান পাবেন।”
তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, “দলের তরফ থেকে এখনও তাকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। তবে উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন এইটুকু বিশ্বাস আছে। ” তৃণমূল বিজেপির দড়ি টানাটানিতে শেষ হাসি কে হাসবে, কোন দল বোর্ড গঠন করবে সেই দিকেই তাকিয়ে সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা।