খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, পুরুলিয়া: পুরুলিয়ার আদ্রায় তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল দুইজনকে। ধৃতের মধ্যে একজন কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জামাল, অপরজন তার সহযোগী হিসেবে পরিচিত আরশাদ হোসেন। আর্শাদ বেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবার ভরসন্ধেয় দাপুটে নেতাকে গুলিতে ঝাঁজরা করে দেওয়ার ঘটনায় শোরগোল পড়ে যায় আদ্রায়। রাতেই মহম্মদ জামাল ও আরশাদ হোসেনের নামে পুলিশে লিখিত অভিযোগ করে মৃতের পরিবার। শুরু হয় তল্লাশি। শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্কৃতী মহম্মদ জামাল ও তার সহযোগী আরশাদকে। অন্যদিকে, এই খুনের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য রাস্তা অবরোধের ডাক দেন দলীয় নেতা-কর্মীরা। শুক্রবার ভোর থেকে আদ্রা শহরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি ছিল, আততায়ী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। অভিযুক্তরা গ্রেপ্তার হতেই অবরোধ তুলে নেন তাঁরা। তবে থমথমে রয়েছে এলাকা।