খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, কলকাতা: কয়লা পাচার মামলায় ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি। আগামী ২৬ জুন নয়াদিল্লিতে গিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি আগামী ২৯ জুন তলব করা হয়েছে অনুপ মাজি ওরফে লালাকে। এর আগে সোমবার, ১৯ জুন তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। সেই সময় পঞ্চায়েত নির্বাচনের কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি। ইডিকে চিঠি দিয়ে আরও সময় চান মন্ত্রী। এবার ফের তলব করা হল ছাব্বিশে।
প্রসঙ্গত, বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে এর আগে মলয় ঘটকের আসানসোল ও কলকাতার বাড়ি এবং রাজভবনের কোয়ার্টারে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল।