খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, কলকাতা: হাসপাতালে ভর্তি অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে শুক্রবার রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেত্রীকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। জানা গিয়েছে ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছিলেন তিনি। তবে এই মুহূর্তে অনেকটাই সুস্থ আছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালে ভর্তি অবস্থায় ছবিও দিয়েছেন সৈরিতি। হাসপাতালে তাঁর পাশে রয়েছেন স্বামী এবং পরিবারের সবাই। এই মুহূর্তে ‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। আপাতত বন্ধ রয়েছে শুটিং।