গলায় সিপিএমের উত্তরীয়, হাতে হাত ধরে মহম্মদ সেলিমের মনোনয়নপত্র জমা দিতে গেলেন অধীর চৌধুরী

0
43

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল, কলকাতা: বৃহস্পতিবার মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের মনোনয়ন পেশের নির্ধারিত কর্মসূচি ছিল। অধীর চৌধুরী আগেই জানিয়েছিলেন, তিনি সেলিমের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে থাকবেন। বৃহস্পতিবার তিনি শুধু রইলেনই না, প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় শোভা পেল সিপিএমের নির্বাচনী প্রতীক কাস্তে-হাতুড়ি-তারা ছাপা উত্তরীয়।

সেই উত্তরীয় গলায় জড়িয়ে মহম্মদ সেলিমের হাত ধরে মনোনয়ন জমা দিতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। বৃহস্পতিবার বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম–কংগ্রেস জোট প্রার্থী মহম্মদ সেলিম। তার আগে এদিন বহরমপুর শহরে বাম–কংগ্রেস জোট প্রার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল হয়।

মহম্মদ সেলিম বলেন, ‘‌বাংলাকে বাঁচানোর জন্য বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করছে। মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুর শহরবাসী আজ তার সাক্ষী থাকলো। আগামী দিন এই জেলা রাজ্য এবং ভারতকে পথ দেখাবে।’‌ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‌রাজ্যের মানুষকে একটাই বার্তা দিতে চাই যে বাম–কংগ্রেস একসঙ্গে লড়াই করছে। মুর্শিদাবাদের সবকটি আসনে জোট প্রার্থীরাই জয়ী হবেন।’‌

লোকসভা ভোট ঘোষণার পর একসঙ্গে দেখা যায়নি সেলিম-অধীরকে। দুই দলের জেলা স্তরের নেতারা চাইছিলেন দু’জন একসঙ্গে যৌথ কর্মসূচিতে থাকলে নিচুতলায় জোট নিয়ে কর্মীদের জড়তা কাটবে। অবশেষে এক ফ্রেমে দেখা গেল সিপিএম এবং কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে।

একসঙ্গে হাতে হাত রেখে হাঁটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সিপিএমের রাজ্য সম্পাদক। ওই মনোনয়নের মিছিলেই অধীরকে লাল রঙে রাঙিয়ে দিলেন সেলিমরা। মুর্শিদাবাদে ভোট গ্রহণ আগামী ৭ মে। অধীরের কেন্দ্রে ১৩ মে ভোট হবে। বহরমপুরের কংগ্রেস প্রার্থী আরও দু’-তিন দিন পরে মনোনয়ন জমা দেবেন। সেখানে থাকার কথা সেলিমেরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here