অসুস্থ মুকুল রায়, ভর্তি করা হল বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে

0
53

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল, কলকাতা: প্রথম দফার ভোটের একদিন আগে অসুস্হতার কারণে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়।  বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি ঠিকমতো খাওয়াদাওয়া করছিলেন না মুকুল। দুর্বল হয়ে পড়েছিলেন। তাই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, ডিমনেশিয়া রোগে আক্রান্ত মুকুল। এদিন কাঁচড়াপাড়ার বাড়ি থেকে মুকুলকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুলকে। সেই সময় শারীরিক সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে পরিবার সূ্ত্রে খবর।

তখন মুকুলের ঘনিষ্ঠরা জানিয়েছিলেন, তাঁর মাথায় জল জমেছে। সম্প্রতি তাঁর সঙ্গে বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এছাড়াও এক চিটফান্ড দুর্নীতি মামলায় তাঁকে বাড়িতেই জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। ওই দিন প্রায় তিন ঘণ্টা ইডি কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন মুকুল রায়।

তিনি একদা ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড৷ পরে বিজেপিতে যোগ দেন৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পদ্ম প্রতীকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়েন মুকুল। জয়ীও হন। ভোটের ফল ঘোষণার কিছু দিনের মধ্যেই সপুত্র তৃণমূলে ফেরেন৷ তবে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে রয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here