খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনে দফা বৃদ্ধির দাবি নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। অধীরের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতে জানান, ভোটকে কেন্দ্র করে মৃত্যু হয়েছে। প্রতিদিনই অশান্তির ঘটনা ঘটছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই। তাই যদি এই বাহিনী দিয়ে ভোট করাতে হয়, তবে একাধিক দফাতে ভোটগ্রহণ হোক। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবারই এই মামলার শুনানি হতে পারে।
আগামী ৮ তারিখ এক দফায় হতে চলেছে এবারে পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রথম থেকেই চলছে টানাপোড়েন। ৮৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায় রাজ্য। তবে এখনও সেই দাবিপূরণ হয়নি। আদৌ রাজ্যে সবমিলিয়ে ৮৬৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। আর সেই প্রেক্ষিতেই ভোটের দফা বৃদ্ধির দাবি নিয়ে হাইকোর্টে গেলেন অধীর চৌধুরী।