খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, দিনহাটাঃ তৃণমূল নেতাকে ধারাল অস্ত্রের কোপ দুষ্কৃতীদের। আক্রান্ত হয়েছেন দিনহাটার গিতালদহ ১ নং অঞ্চলের অঞ্চল সভাপতি মাহফুজুর রহমান সহ পাঁচজন।
জানা গিয়েছে, ওই এলাকার পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিল মিয়ার ছেলে প্রচার সেরে বাড়ি ফেরার সময় একদল দুষ্কৃতী তাঁকে আটকে দেয়। এই খবর পাওয়ার পর মাহফুজুর রহমান সহ ৪/৫ জন ঘটনাস্থলে পৌঁছন। এই সময় তাদের উপরও আক্রমণ করা হয়। তিন চারজন পালিয়ে গেলেও মাহফুজুর পালাতে পারেননি তাকে হাত-পা বেঁধে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারা হয় সারা শরীরে। গুরুতর জখম অবস্থায় আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ৩ জনকে কোচবিহারে রেফার করা হয়।
রবিবার সকালে মাহফুজুর রহমানকে দেখতে কোচবিহারের বেসরকারি হাসপাতালে যান রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায় অভিযোগ করে বলেন, ‘এই ঘটনা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে। যদিও তৃণমূলের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় বলেন, ‘তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই ঘটনাটি ঘটেছে। ’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।