বিজেপিতে যোগ দিলেন বিহারের বিতর্কিত ইউটিউবার মনীশ কাশ্যপ

0
52

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ এপ্রিল, নয়াদিল্লিঃ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন বিতর্কিত ইউটিউবার মনীশ কাশ্যপ। বিজেপির জাতীয় মিডিয়া বিভাগের ইনচার্জ অনিল বালুনি এবং সহ-ইনচার্জ সঞ্জয় ময়ুখ এবং মনোজ তিওয়ারির উপস্থিতিতে গেরুয়া শিবিরে শামিল হলেন তিনি।

বিজেপিতে যোগ দিয়ে মনীশ বলেন, আমি বিজেপিতে যোগ দিয়েছি কারণ আমি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কাজ করতে চাই। এছাড়া আমার মা-ও আমাকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন। আমি খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন সামান্য মানুষ।

শোনা যাচ্ছে, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি মণীশ কাশ্যপকে দলে যোগদানের বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলেন। তারপরেই দিল্লিতে গিয়ে বৃহস্পতিবার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মণীশ কাশ্যপ।

বিহার-ভিত্তিক বিতর্কিত ইউটিউবার, কাশ্যপকে গত বছরের মার্চ মাসে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর কথিত হামলার ভুয়ো ভিডিও সম্পর্কিত মামলায় গ্রেফতার করা হয়েছিল। মণীশ ২০১৮ সালে তাঁর ইউটিউব চ্যানেল শুরু করার পর থেকে তাঁর বিরুদ্ধে কমপক্ষে এগারোটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে মণীশ আরও বলেন, ‘লালু পরিবার লুটপাট করে বিহারকে ধ্বংস করেছে। তাই বিজেপিতে যোগ দিলাম। আমি বিজেপিকে নিয়ে বিহারকে শক্তিশালী করব। আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, কিন্তু পাটনা কোর্ট শুধু আমাকে জামিন দেয়নি, অভিযোগ থেকেও মুক্তি দিয়েছে। যারা সনাতনকে অপমান করে তাদের বিরুদ্ধে এবং জাতীয়তাবাদের বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here