খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, মুর্শিদাবাদঃ কংগ্রেস কর্মীর বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির দেওয়াল। রবিবার মুর্শিদাবাদে সামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর মাঠপাড়া এলাকার ঘটনা। যদিও ঘটনায় কেউ আহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে বাড়িটি ঘিরে রাখে। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই কংগ্রেস কর্মী জাহাঙ্গির শেখ। বাড়ির এক সদস্যকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জাহাঙ্গীর শেখের বাড়ির দেওয়াল বিস্ফোরণে ধসে পড়ে। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাড়িতে রাখা মজুদ বোমা বিস্ফোরণের ফলেই পাঁচিলটি ভেঙে পড়েছে। অন্যদিকে বাড়িতে কোনও বোমা মজুত ছিল বলে মানতে রাজি নন অভিযুক্ত কংগ্রেস কর্মীর স্ত্রী মেহমুদা বিবি। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে চক্রান্ত করেই আমাদের বাড়িতে বোমা মজুত করে রাখা হয়েছিল। আমারা ভোটের প্রচারে বেরিয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না সেই সময় বোমা বিস্ফোরণ হয়।’