খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জুলাই, মালদা: বসতবাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত দুই মহিলা সহ মোট চারজন। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মালদা জেলার কালিয়াচক থানার সাইলাপুরের ঘোষপাড়া এলাকায়।
আক্রান্তরা হলেন কাজলি মন্ডল (৩৭), সুমিত্রা মন্ডল (৬০), ভরত মন্ডল (৩০), সেন্টু মন্ডল (২৫) । অভিযুক্তরা হল টানু মন্ডল, বিশু মন্ডল, পীযূষ মণ্ডল, অসিত মন্ডল সহ বেশ কয়েকজন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে জায়গা দখলকে কেন্দ্র করে বিবাদ লেগেই রয়েছে।
পুনরায় বৃহস্পতিবার বিকেলে অভিযুক্তরা জায়গা দখল করতে আসে ভরত মন্ডলদের। সেই সময় বাধা দিলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে ভরত মন্ডলের পরিবারের চারজনকে। তড়িঘড়ি উদ্ধার করে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তরা। এই বিষয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।