খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, বেঙ্গালুরু: প্রধানমন্ত্রীর কুর্সির জন্য লালায়িত নয় কংগ্রেস। বিরোধী বৈঠকে মঙ্গলবার সাফ জানালেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মঙ্গলবার বিরোধী জোটের বৈঠক বসেছে বেঙ্গালুরুর একটি হোটেলে।
সূত্রের খবর, দ্বিতীয় দিনের বৈঠকে কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা প্রধানমন্ত্রী পদের জন্য আগ্রহী নয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘এই বৈঠকে আমাদের উদ্দেশ্য নিজেদের জন্য ক্ষমতা নিয়ে টনাটানি করা নয়। দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষার জন্য এটা আমাদের এক প্রচেষ্টা।’
সূত্রের খবর, বৈঠকে খাড়্গে জানান, তাঁরা ২৬টি দল এখানে উপস্থিত হয়েছেন। বিজেপি ৩০৩টি আসন একা পায়নি। তারা জোটসঙ্গীদের ভোট ব্যবহার করে ক্ষমতায় এসে তাদেরই বাতিল করে দিয়েছে। এদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলেছেন।