খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, তুফানগঞ্জ, ৯ জুলাইঃ নির্বাচনের দিন ঘর ছেড়ে প্রতিবেশী রাজ্যের অসমের ধুবড়ি জেলার রণ পাগলী গ্রাম পঞ্চায়েতের ঝাপসা বাড়ি (সাইনালের কুঠি)তে আশ্রয় নেওয়া বালাভূতের সিপিআইএম কর্মী ও সমর্থকদের সাথে দেখা করতে গেলেন সিপিআইএম নেতারা। রবিবার বিকালে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তমসের আলী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেশ্বর অধিকারী, জেলা কমিটির সদস্য অসীম সাহার নেতৃত্বে সিপিআইএম নেতারা সেখানে গিয়ে ঘর ছাড়া সিপিআইএম কর্মীদের সাথে কথা বলেন। তাদের ওপর ঘটে যাওয়া অত্যাচারের কথা শোনেন ।
ঘর ছাড়া সিপিআইএম কর্মী নজরুল হক বলেন, “গতকাল দুপুর থেকে তৃণমূলের অত্যাচারে বাড়ি ছেড়ে পরিবারের লোকজন নিয়ে অসমে আসতে বাধ্য হয়েছি। আমার দক্ষিণ বালাভূতের বাড়ি ভাঙচুর করা হয়েছে।” একই কথা বলেন বালাভূত বাজারের সিপিআইএম কর্মী একরামুল হক। তিনি বলেন, “আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা ভয়ে অসমে আসতে বাধ্য হয়েছি।” ফাতেমা বিবি বলেন, “আমাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই পরিবারের লোকজন নিয়ে অসমে আসতে বাধ্য হয়েছি।”
সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তমসের আলী বলেন, “তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। আর তাই নির্বাচনের দিন তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতী এনে এসব করছে। আমাদের দলের প্রায় চারশো পরিবার বাড়ি ছাড়া হয়ে রয়েছেন। রাজ্যের প্রশাসন আমাদের ঘর ছাড়া লোকজন দের কোনো রকমের সাহায্য করছে না আমরা এ জাতীয় ঘটনার তীব্র নিন্দা করছি।” সিপিআইএমের তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের তুফানগঞ্জ ১(বি ) ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন, “সিপিআইএমের তোলা অভিযোগ ভিত্তিহীন। আসলে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই বাড়ি ছেড়ে ভয়ে অসমে আশ্রয় নিয়েছেন।”