বালাভূতের ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করলেন সিপিএম নেতারা

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, তুফানগঞ্জ, ৯ জুলাইঃ নির্বাচনের দিন ঘর ছেড়ে প্রতিবেশী রাজ্যের অসমের ধুবড়ি জেলার রণ পাগলী গ্রাম পঞ্চায়েতের ঝাপসা বাড়ি (সাইনালের কুঠি)তে আশ্রয় নেওয়া বালাভূতের সিপিআইএম কর্মী ও সমর্থকদের সাথে দেখা করতে গেলেন সিপিআইএম নেতারা। রবিবার বিকালে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তমসের আলী, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পূর্ণেশ্বর অধিকারী, জেলা কমিটির সদস্য অসীম সাহার নেতৃত্বে সিপিআইএম নেতারা সেখানে গিয়ে ঘর ছাড়া সিপিআইএম কর্মীদের সাথে কথা বলেন। তাদের ওপর ঘটে যাওয়া অত্যাচারের কথা শোনেন ।

ঘর ছাড়া সিপিআইএম কর্মী নজরুল হক বলেন, “গতকাল দুপুর থেকে তৃণমূলের অত্যাচারে বাড়ি ছেড়ে পরিবারের লোকজন নিয়ে অসমে আসতে বাধ্য হয়েছি। আমার দক্ষিণ বালাভূতের বাড়ি ভাঙচুর করা হয়েছে।” একই কথা বলেন বালাভূত বাজারের সিপিআইএম কর্মী একরামুল হক। তিনি বলেন, “আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা ভয়ে অসমে আসতে বাধ্য হয়েছি।” ফাতেমা বিবি বলেন, “আমাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই পরিবারের লোকজন নিয়ে অসমে আসতে বাধ্য হয়েছি।”

সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তমসের আলী বলেন, “তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। আর তাই নির্বাচনের দিন তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতী এনে এসব করছে। আমাদের দলের প্রায় চারশো পরিবার বাড়ি ছাড়া হয়ে রয়েছেন। রাজ্যের প্রশাসন আমাদের ঘর ছাড়া লোকজন দের কোনো রকমের সাহায্য করছে না আমরা এ জাতীয় ঘটনার তীব্র নিন্দা করছি।” সিপিআইএমের তোলা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের তুফানগঞ্জ ১(বি ) ব্লক সভাপতি প্রদীপ বসাক বলেন, “সিপিআইএমের তোলা অভিযোগ ভিত্তিহীন। আসলে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই বাড়ি ছেড়ে ভয়ে অসমে আশ্রয় নিয়েছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কোচবিহার মিউনিসিপাল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সভায় একগুচ্ছ বার্তা তৃণমূল জেলা সভাপতির

কোচবিহার,২২ জুনঃ পৌর অস্থায়ী শ্রমিক দের শ্রম দপ্তরের সুবিধের আওতায় আনা সহ একগুচ্ছ বার্তা দিলেন তৃণমূল জেলা সভাপতি...

পাকা রাস্তার দাবিতে কাঁচা রাস্তায় ধানের চারা রোপন করে বিক্ষোভ গ্রামবাসীদের

দক্ষিণ দিনাজপুর, ২২ জুন : দীর্ঘ ২৫ বছর বছর ধরে চার কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা দক্ষিণ দিনাজপুর...

প্রায় দশ বছর পর অনুষ্ঠিত হল শিবপুর কৃষি সমবায়ের ভোট

দক্ষিণ দিনাজপুর, ২২ জুন : বংশীহারী ব্লকের ৩ নং এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিটল এলাকায় অবস্থিত শিবপুর কৃষি সমবায়ের...

ইজরায়েলে প্রথমবার ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান, বলল ‘আমেরিকা বড় রেড লাইন পার করেছে’

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২২ জুনঃ মার্কিন সেনা ইরানের তিন পরমাণু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর ইরান জানায়,এটা অপূরণীয়...