ভারী বৃষ্টি থেকে বন্যার কবলে দুবাই, বিপর্যস্ত জনজীবন

0
54

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ এপ্রিল: কয়েক ঘণ্টা প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় বিপর্যস্ত দুবাই। হাইওয়েগুলি জলের তলায় চলে গেছে। যান চলাচল ব্যাহত। ঝড়-বৃষ্টির কারণে দেশের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হওয়ায় কর্তৃপক্ষ নাগরিকদের বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে। স্কুলগুলিতে অনলাইনে ক্লাস হচ্ছে।

সরকারি কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন। আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে। মঙ্গলবার থেকে দুবাইয়ে রেকর্ড বৃষ্টি হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি সরকার জানিয়েছে, ২৪ ঘণ্টায় ২৫৯.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা সে দেশের ৭৫ বছরের ইতিহাসে সব থেকে বেশি। ফলে দুবাইয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

জল ঢুকে পড়েছে বিমানবন্দরেও। এখনও পর্যন্ত ৩০০টি বিমান বাতিল করা হয়েছে। সমস্যায় পড়েছেন যাত্রীরা। ভাইরাল ভিডিয়ো ও ছবিতে দেখা গিয়েছে, অতিবৃষ্টির জেরে দুবাইয়ের একাধিক শপিং মল পর্যন্ত জলে ডুবেছে। এদিকে দুবাইয়ের একটি শপিং মলের ছাদ ধসে পড়েছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়া পোস্টে।

ওমানের উত্তর আল শারকিয়া এবং আদামে সোমবার থেকে প্রবল বৃষ্টির কারণে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। উত্তর আল শারকিয়ায় মৃত ১৬। নিহতদের মধ্যে ১২টি শিশু এবং একজন মহিলা। আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। দেশের সংবাদবাধ্যম জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর প্রদেশের আশ শারকিয়াহ এলাকা থেকে নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

আরব উপদ্বীপ সহ সংযুক্ত আরব আমিরশাহীতে বৃষ্টি খুব একটা হয় না। তবে শীতকালে মাঝেমধ্যে বৃষ্টি হয়। বাহরিন, কাতার ও সৌদি আরবেও ভারী বৃষ্টি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here