খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯জুন, শিলিগুড়ি: হাতির জঙ্গল থেকে লোকালয়ে চলে আসার ঘটনা নতুন নয়। দিনের বেলায় হাতি জঙ্গল সংলগ্ন বনবস্তিতেও চলে আসে। তবে এবার জঙ্গল থেকে বেরিয়ে সোজা সরকারি দপ্তরে হানা দিল হাতি। বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার ঘটনা। বাগডোগরার ব্যাগডুবির সেনাছাউনিতে বৃহস্পতিবার হানা দেয় একটি হাতি। গজরাজের আগমনের কথা দপ্তরে পৌঁছাতেই সেখানকার কর্মীরা সবাই বেরিয়ে আসেন বাইরে। কাজ ফেলে বাইরে কেন? গজরাজ তাড়া করল সেই কর্মীদের। হাতির তাড়া খেয়ে দপ্তরের কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করে দেন। বেশ কিছুক্ষণ সেনাছাউনি দপ্তর পরিদর্শন করে ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি।