খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, তুফানগঞ্জ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের ঘর ভাঙল সিপিএমের। শুক্রবার রাতে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত চর বালাভূত এলাকায় ৯/২৪৮ নং বুথে পাঁচটি পরিবার সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ষীয়ান তৃণমূল নেতা আফতার আলী ব্যাপারী।
পঞ্চায়েত ভোটের আগে ঘর ভাঙল সিপিএমের, তুফানগঞ্জে তৃণমূলে যোগ দিলেন পাঁচটি পরিবার
Date:
Share post: