খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, দিনহাটা: দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত বসুনিয়ার খুনের কিনারা করলো দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার কয়েকদিন পরেই পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত বাপ্পা মোদককে গ্রেপ্তার করে। আর তারপরেই তাকে জেরা করে সমস্ত ঘটনা জানতে পারে দিনহাটা থানার পুলিশ। আর বাপ্পা মোদকের সেই জবানবন্দীর ভিত্তিতেই আজ প্রশান্ত বসুনিয়ার বাড়িতে গিয়ে সেই খুনের ঘটনার পুনর্নির্মাণ করল দিনহাটা থানার পুলিশ। উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি সুরজ থাপা, মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিপ সরকার সহ পুলিশের একাধিক পদস্থ আধিকারিক।
এদিন পুনর্নির্মাণের সময় ঘটনার সময়কার বিবরণ পুলিশের সামনে তুলে ধরার পাশাপাশি বাপ্পা মোদক জানায় খুনের ৩ দিন আগে থেকে সে ওই বাড়িতে ছিল। যদিও প্রশান্ত বসুনিয়ার মা বাপ্পাকে চিনতে সম্পূর্ণ অস্বীকার করেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে প্রশান্ত বসুনিয়ার মা সুচিত্রা রায় বসুনিয়া জানান ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত তাই বাড়িতে অনেকেই আসে, সেজন্য তিনি সকলকে চেনেন না। তিনি আরও জানান, ছেলের খুনের ঘটনায় তিনি যে ১২ জনের নামে অভিযোগ করেছেন তাঁদেরকেও সম্পূর্ণরূপে চেনেন না।