খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, ভাঙড়: আবার ভাঙড়ে যাওয়ার পথে আটকানো হল বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। হাতিশালায় ভাঙড়ের বিধায়ককে আটকায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। তাই তিনি সেখানে যেতে পারবেন না। যদিও হাতিশালার কাছে যেখানে নওশাদকে আটকানো হয়েছে, সেখানে ১৪৪ ধারা জারি হয়নি।
এ নিয়ে নওশাদ বলেন, ‘‘সুপরিকল্পিত ভাবে আটকানো হচ্ছে।’’ অন্য দিকে, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের বক্তব্য, তাঁরা সংযোগস্থলে দাঁড়িয়ে রয়েছেন। বিধায়কের অভিযোগ থাকলে তিনি লিখিত আকারে দিন। তা খতিয়ে দেখবে পুলিশ। এতেই ক্ষুব্ধ নওশাদ।
তাঁর প্রশ্ন, ভাঙড়ের মানুষ বিপদে। এই পরিস্থিতিতে কেন তাঁকে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না? তাঁকে ভাঙড়ে যেতে বাধা দেওয়াতে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নওশাদ। প্রসঙ্গত, শুক্রবারও তাঁকে ভাঙড়ে ঢুকতে দেওয়া হয়নি।